ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

‘খালেদা-তারেক নির্বাচনে অংশ নিতে পারবে না’   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ২৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:২৬, ২৪ এপ্রিল ২০১৮

দুনীর্তি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমান সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম। আর এ বিষয়টি নিয়ে কোনও বির্তক করা আদালত অবমাননার সামিল বলেও মন্তব্য করেছেন তিনি।   

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতনিময় সভায় যোগ দানের আগে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তারানা হালিম।     

তথ্য প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান তার পাসপোর্ট নবায়ন না করে সরকারের কাছে ফেরত দিয়েছেন। তাহলে তিনি কিভাবে বাংলাদেশের নাগরিক থাকেন। তবে সরকার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।  

তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। সরকার যদি মনে করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, তাহলে সরকার তাই করবে।

পরে প্রতিমন্ত্রী টাঙ্গাইল সার্কিট হাউজে জেলা এবং দেলদুয়ার ও নাগারপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেনে।  

একে//এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি